জি নিউজ ডেস্ক: রাজধানীর বিমানবন্দর সড়কে জাবালে নূর পরিবহনের বাসের ধাক্কায় প্রাণ গেল তিন শিক্ষার্থীর।এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
নিহতারা শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী।
রবিবার (২৯ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে হোটেল রেডিসনের সামনে বাসের জন্য অপেক্ষামান শিক্ষার্থীদের চাপা দেয় জাবালে নূর পরিবহনের একটি বাস।
তিন জন নিহত হওয়ার ঘটনায় রাস্তা অবরোধ করে যানবাহন ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা। এসময় একটি বাসে আগুনও ধরিয়ে দেওয়া হয়। ঘটনাস্থলে পুলিশ এবং ফায়ারসার্ভিস এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কে বাসের জন্য অপেক্ষা করছিলেন বেশ কয়েকজন শিক্ষার্থীরা।এসময় মোহাম্মদপুর-আব্দুল্লাহপুর রুটে চলাচলকারী জাবালে নূর পরিবহনের একটি বেপরোয়া গতির বাস তাদের ওপর উঠিয়ে দিলে ঘটনাস্থলেই এক ছাত্র ও এক ছাত্রী নিহত হন। পরে আরও এক শিক্ষার্থী মারা যান।
ডিএমপির ট্রাফিক উত্তরের বিমানবন্দর জোনের সহকারি কমিশনার শচিন মৌলিক গণমাধ্যমকে জানান, জাবালে নূর পরিবহনের একটি বাসের ধাক্কায় র্যাডিসন ব্লু হোটেলের সামনের সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে বলে খবর পেয়েছি। বিক্ষুব্ধ জনতা বাসটি ভাঙচুর করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।