বিরামপুরে অস্ত্র ও ১’শত পিস ইয়াবাসহ গ্রেফতার-২

0
13

দিনাজপুর জেলার বিরামপুর থানাধীন কাটলা গ্রামে অভিযান পরিচালনা করে ০১টি দেশীয় তৈরী ওয়ান স্যুটার গান, ০১ রাউন্ড এ্যামিউনিশন এবং ১০০ পিস মাদকদ্রব্য ইয়াবাসহ অস্ত্রধারী ও মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানি-০১ এর একটি অভিযানিক দল।

র‍্যাব সুত্রে জানাযায়, র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধ শনাক্তকরন, জংগিবাদ দমন, অপরাধীদের গ্রেফতারসহ আইন-শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। র‍্যাব শুরু থেকে যেকোনো অপরাধী,অপহরণকারী, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক উদ্ধার, অপহৃত ভিকটিম উদ্ধারসহ, দেশের শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতার করতে সার্বক্ষনিক ভাবে অভিযান পরিচালনা করে থাকে।

গত ০৪ জানুয়ারি সন্ধ্যায় র‍্যাব-১৩ ক্রাইম প্রিভেনশন কোম্পানি-০১ এর একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর জেলার বিরামপুর থানাধীন কাটলা গ্রামে অভিযান পরিচালনা করে ০১টি দেশীয় তৈরী ওয়ান স্যুটার গান, ০১ রাউন্ড এ্যামিউনিশন এবং ১০০ পিস মাদকদ্রব্য ইয়াবাসহ অস্ত্রধারী ও মাদক ব্যবসায়ী ১। মোঃ মমিনুর ইসলাম ওরফে মনির (৩৪), পিতা মোঃ আজহার আলী ও মোছাঃ মনিরা আক্তার (২৬), স্বামী মোঃ মমিনুর ইসলাম ওরফে মনির, উভয় সাং-কাটলা (বাজার), থানা-বিরামপুর, জেলা – দিনাজপুরদ্বয়কে গ্রেফতার করে।

র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধীদ্বয় তাদের অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে লিপ্ত থাকার কথা স্বীকার করে। উক্ত আসামীদের বিরুদ্ধে দিনাজপুর জেলার বিরামপুর থানায় অস্ত্র ও মাদক আইনে পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে।

কোন মন্তব্য নেই