বৃষ্টি বলয় পুবালি এর মেয়াদ ও শক্তি আরও বৃদ্ধি পেলো!

0
19

বৃষ্টি বলয় পুবালি এর মেয়াদ ও শক্তি আরও বৃদ্ধি পেলো!

জি নিউজ ডেস্কঃ যেটা আমরা গত ২০ সে সেপ্টেম্বর মুল পোষ্টে বলেছিলাম, যে বৃষ্টি বলয় পুবালি প্রাকৃতিক কারনে তার সময়সিমা ও শক্তি হ্রাস বৃদ্ধি ঘটাতেপারে, সে হিসেবে বৃষ্টি বলয় পুবালি তার শক্তি বৃদ্ধি ও সময়সূচি আরও ৫ দিন বাড়িয়ে আগামি ৫ ই অক্টবর পর্যন্ত বৃষ্টি বলয় পুবালি দেশের উপর সক্রিয় থাকতেপারে।

ইতিমধ্যে বৃষ্টি বলয় পুবালিতে দেশের অনেক এলাকায় প্রচুর বৃষ্টি হচ্ছে, তবে এখন পর্যন্ত পুর্বাভাস অনুযায়ি দেশের কিছু কিছু এলাকায় মোটেও বৃষ্টি হয়নি, তবে সেসকল এলাকায় নির্ধারিত সময়ের ভেতরে ভারিবৃষ্টি হবে ইনশাআল্লাহ্।

যাহোক আপনারা উপভোগ / জালাভোগ করতে থাকুন বছরের শেষ শক্তিশালি মৌসুমি বৃষ্টি বলয় পুবালি।

শক্তিশালি বৃষ্টি মৌসুমি বৃষ্টি বলয় পুবালি ২৩ শে সেপ্টেম্বর হতে ৫ ই অক্টবর পর্যন্ত, পর্যায়ক্রমে দেশের সকল এলাকায়।

গত ২০ শে সেপ্টেম্বর বৃষ্টি বলয় পুবালি নিয়ে করা মুল পোষ্টে দেশের ৮ টি বিভাগে যে গড় বৃষ্টির কথা বলা হয়েছিলো, বৃষ্টি বলয় পুবালিতে তার চেয়েও আরও গড়ে প্রায় ২০০ মি.মি. বৃষ্টি বেশি হতেপারে বাংলাদেশ সহ পশ্চিম বঙ্গে।

যাহোক আগামি ১২ ই অক্টবর হতে ২২ শে অক্টবর এর ভেতরে দেশে আরও একটি শক্তিশালি বৃষ্টি বলয় দ্বারা আক্রান্ত হতেপারে।

সাথে থাকুন বেসরকারি আবহাওয়া সংস্থা bwot weather jessore bangladesh এর সাথে।
আপডেট : ২৫ শে সেপ্টেম্বর রাত ০৬:৪০ মিনিটে।

কোন মন্তব্য নেই