বেনাপুলে ১ পাচার করীকে আটক করেছে কাস্টমস শুল্ক গোয়েন্দা।
মোহাম্মদ নজরুল ইসলাম বিশেষ প্রতিনিধ
তারিখ ৩০/০১/২৪রোজ মঙ্গলবার
বেনাপোলে ভারতে পাচার ২শত.৪৫ গ্রামের দুটি স্বর্নের বারসহ মেহেদী হাসান (২১) নামে এক পাসপোর্ট যাত্রী আটক হয়েছে। সোমবার সকাল ৮ টার সময় বেনাপোল ইমিগ্রেশন এর আনুষ্ঠানিকতা শেষে ভারতে প্রবেশ এর সময় তাকে চেকপোষ্ট কাস্টমস শুল্ক গোয়েন্দার সদস্যরা আটক করে।
আটককৃত মেহেদী হাসান কুমিল্লা জেলার জগ চান্দিনা গ্রামের আব্দুল বাতেন এর ছেলে।
বেনাপোল চেকপোষ্ট শুল্ক গোয়েন্দার সদস্য আফজাল হোসেন , ও রাসেদ হোসেন জানান গোপন সংবাদ এর ভিত্তিতে মেহেদী হাসানকে নিয়ে তল্লাশি করলে তার পায়ু পথ থেকে ২ টি স্বর্নের বার উদ্ধার হয়। যার ওজন (২শত ৪৫ গ্রাম)। আনুমানিক বাজার মুল্য ২১ লাখ ৩৪ হাজার টাকা।
স্বর্ণ পাচারকারী মেহেদী হাসানকে বেনাপোল পোর্ট থানায় স্বর্ন পাচার মামলা দিয়ে হস্তান্তর করা হবে বলে জানান।