বেনাপোলে ট্রান্সপোর্ট অফিসে বিস্ফোরণ, ৪টি ককটেল সহ শোলা লিটন আটক
মোঃ নজরুল ইসলাম বিশেষ প্রতিনিধি
বেনাপোলে ট্রান্সপোর্ট অফিসে বিস্ফোরণ, ক্ষতিগ্রস্ত পাশের ২ ভবনও বিস্ফোরণে উড়ে গেছে অফিসের শাটার যশোরের বেনাপোলে একটি ট্রান্সপোর্ট অফিসে বিস্ফোরণ ঘটেছে। এ সময় অগ্নিকাণ্ডে অফিসের মালামাল পুড়ে যায়। ভবনের দেওয়াল ধসে পড়েছে। উড়ে গেছে অফিসের শাটার। ক্ষতিগ্রস্ত হয়েছে পাশের দুটি ভবনও।
আর এঘটনায় শোলা লিটন নামে এক যুবককে আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
আটক লিটন বেনাপোল পোর্ট থানার বৃত্তি আঁচড়া গ্রামের বাসিন্দা।
শুক্রবার (৯জুন) ভোরে পোর্ট থানা এলাকার ছোটআঁচড়া মোড়ের আলিফ ট্রান্সপোর্ট অফিসে এ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিস ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় বাসিন্দা আজিজুর রহমান জানান, ভোরে বিকট শব্দে ঘুম ভেঙে যায়। বাইরে এসে দেখি আলিফ ট্রান্সপোর্ট অফিসে আগুন জ্বলছে। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
দোকানটির মালিক হাবিবুর রহমান হবি সরদার জানান, লিটন নামের এক ব্যক্তি দোকান ভাড়া নিয়ে ট্রান্সপোর্ট ব্যবসার পাশাপাশি কর্কশিট বেচাকেনা করতেন।
ফায়ার সার্ভিসের বেনাপোল অফিসের ইনচার্জ রতন কুমার দেবনাথ বলেন, বিস্ফোরণে অফিসে আগুন লেগে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অফিসের শাটার ও দেওয়াল ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনে ভেতরে থাকা মালামাল পুড়ে গেছে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া বলেন, ট্রান্সপোর্ট অফিসের মালিক লিটন হোসেন ওরফে শোলা লিটন। ঘটনার পর তাকে ৪টি ককটেল সহ গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের পর প্রকৃত কারণ জানা যাবে।