ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্থগিত কেন্দ্রের ভোটগ্রহন শেষে ধানেরশীষ বিজয়ী

0
59

জি নিউজ ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

বুধবার সন্ধায় সহকারি রিটার্নি কর্মকর্তা ও আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী বাইন হীরা এই ফলাফল ঘোষনা করেন। ঘোষিত ফলাফল থেকে জানা যায়, বিএনপি মনোনীত প্রার্থী উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া ধানের শীষ প্রতীকে ৮৩ হাজার ৯৯৬ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী স্বতন্ত্র প্রার্থী আলহাজ মো. মঈনউদ্দিন মঈন কলার ছড়ি প্রতীকে পেয়েছেন ৭৫ হাজার ৪৫৪ ভোট। এদিকে, ৩০ ডিসেম্বর অনিয়ম ও সংঘর্ষের কারনে বন্ধ হওয়া আশুগঞ্জের তিনটি কেন্দ্রেই বুধবার ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এর মধ্যে সবকটি কেন্দ্রেই জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী মঈনউদ্দিন মঈন। তবে আগে থেকে ১০ হাজার ১৫৯ ভোটের ব্যবধানে এগিয়ে থাকা বিএনপি মনোনীত প্রাথী উকিল আব্দুস সাত্তার কিছু ভোট পেয়েই জয়ী হন। তিনটি কেন্দ্রের মধ্যে যাত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্বতন্ত্র প্রার্থী আলহাজ¦ মো. মঈনউদ্দিন মঈন কলার ছড়ি প্রতীকে পেয়েছেন ৬৮৩ ভোট ও বিএনপি মনোনীত প্রার্থী উকিল আব্দুস সাত্তার ভ‚ইয়া ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৩৮০ ভোট, সোহাগপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মঈনউদ্দিন মঈন কলার ছড়ি প্রতীকে পেয়েছেন ১ হাজার ১০২ ভোট ও উকিল আব্দুস সাত্তার ভ‚ইয়া ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫৫৪ ভোট, বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মঈনউদ্দিন মঈন কলার ছড়ি প্রতীকে পেয়েছেন ১ হাজার ১০৫ ভোট ও উকিল আব্দুস সাত্তার ভ‚ইয়া ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৩৩৯ ভোট।

তথ্যসূত্রঃ তৃতীয় মাত্রা।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন