ভালুকায় ৮ম শ্রেণীর ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী ডাকাত সাইফুল বন্দুুক যুদ্ধে নিহত

0
25

ভালুকার হাতিবেড়ে বন্দুুক যুদ্ধে আলোচিত ধর্ষক সাইফুল ডাকাত নিহত অস্ত্র উদ্ধার ৪ পুলিশ আহত

ভালুকা থেকে সাকিব হাসান প্রিয়াসঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার উথুরা ইউনিয়নের হাতিবেড়ে পুলিশের সাথে বন্দুুক যুদ্ধে বহুল আলোচিত কৈয়াদী সানাউল্লাহ স্কুল এন্ড কলেজের ৮ম শ্রেণীর স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী ডাকাত সাইফুল ইসলাম (৪০) পুলিশের সাথে বন্দুুক যুদ্ধে নিহত হয়েছে। নিহত সাইফুল ডাকাত উপজেলার কৈয়াদী গ্রামের মৃত জাবেদ আলীর পুত্র ।এঘটনায় ৪পুলিশ সদস্য আহত হয়েছে । ঘটনার স্থল থেকে ১টি শর্টগান ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাইন উদ্দিন জানান ,গত মধ্য রাতে উপজেলার হাতিবেড় গ্রামের ১টি রাস্তার পাশে একদল ডাকাত ডাকাতির প্রস্ততি নিচ্ছে এমন খবর পেয়ে ভালুকা মডেল থানার পুলিশের একটি দল ঘটনা স্থলে পৌছলে ডাকাতরা পুলিশকে লক্ষ করে গুলি ছোঁড়ে এতে পুলিশও পাল্টা গুলি ছোঁরলে গুলিবৃদ্ধ সাইফুলকে ঘটনারস্থলে ফেলে সঙ্গীরা পালিয়ে যায় ।
আহত অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাপাতালে পাঠালে কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে। ওই সময় পুলিশের ৪ সদস্য আহত হয়েছে বলেও জানায় ওসি।
উল্লেখ্য গত ১৬জুন উপজেলার কৈয়াদী সানাউল্লাহ স্কুলে যাওয়ার পথে ওই স্কুলের এক ছাত্রীকে পথ রোধ করে সাইফুল ও রমজান মিলে পালাক্রমে ধর্ষণ করে। ধর্ষণেরর পর ওই ঘটনা কাউকে জানালে এসিড মেরে তাকে মেরে ফেলার হুমকি দেয় দুই ধর্ষক ।
এতে ভয়ে ওই ছাত্রী কাউকে কিছু না বলায় পরে ২৬ জুন আবারো তাকে ওই স্থানে ধর্ষনের চেষ্টা চালায়।
তখন ওই ছাত্রী দৌড়ে বাড়ীতে গিয়ে বিষয়টি পরিবারকে জানালে তার বাবা বাদী হয়ে ভালুকা মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে ।
ওই ঘটনার পর থেকে দুইবখাটে ধর্ষক সাইফুল ও রমজান এলাকা ছেরে পালিয়ে যায় । অপরদিকে স্থানীয় সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী সহ এলাকাবাসী ধর্ষক সাইফুল ও রমজানের গ্রেফতার এবং ফাঁসির দাবীতে দফায়-দফায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসুচি পালন করে অসছে।ওই বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি স্থানীয় সাংসদের স্ত্রী ব্যারিষ্টার জেসমিন কাজিম পুতুল দুইধর্ষককে ধরিয়ে দিতে ১লক্ষ টাকা পুরষ্কার ঘোষণা করেন।

কোন মন্তব্য নেই