ভাষা-শহীদ

0
0

ভাষাশহীদ
:::::::::::::::::
এম হায়দার চৌধুরী।
“””””””””””””””””””
অন্তরে মম প্রজ্জ্বলিত হোক
অদম্য, দেশপ্রেমের শিখা।
যুগ যুগান্তরে, বাঙালির অন্তরে
ভাষা শহীদের নাম লিখা।

ফাগুনে আগুন লেগেছে
লাল পলাশের বনে।
কৃষ্ণচূড়াও জোট বেঁধেছে
শিমুল পলাশের সনে।

শিমুল-পলাশ লাল হলো আজ
একুশের তাজা খুনে,
নির্ভীক বাঙালি শহীদ হলো
নির্মম বুলেট প্লাবনে।

রাজপথে রফিক, শফিক, সালাম
বরকতের রক্তাক্ত লাশ,
অজেয় শহীদের রক্তে লাল হলো
বিরহী শিমুল, পলাশ।

অন্তরে আমার জাগ্রত হোক
দেশপ্রেমের শিখা,
বাংলা আমার, আমি বাংলার
হৃদয়ে বাংলা লিখা।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন