হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জ সদর উপজেলার বাগুনীপাড়া গ্রামের ক্ষতিগ্রস্থ কৃষক আবু হানিফ, সিনজেনটা কোম্পানির ফিল্ড অফিসার বাচ্চু মিয়া ও ডিলার মেসার্স নজরুল ইসলাম সানুর বিরুদ্ধে হবিগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিকট একটি অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের প্রেক্ষিতে হবিগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হস্তক্ষেপে ক্ষতিপূরণ বাবদ ৩৫ হাজার টাকা প্রদান করেন সিনজেনটার এরিয়া ম্যানেজার ওয়াহিদুল হাসনাত।
রবিবার (৩১জানুয়ারি) বিকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হবিগঞ্জ জেলা কার্যালয়ে ক্ষতিগ্রস্থ কৃষক আবু হানিফের হাতে ক্ষতিপূরণের টাকা তুলে দেন সহকারী পরিচালক দেবানন্দ সিনহা।
সূত্রে জানা যায়, গত ৩০ ডিসেম্বর সিনজেনটা কোম্পানির ফিল্ড অফিসার বাচ্চু মিয়া উপজেলার বাগুনীপাড়া গ্রামের ফজর রহমানের বাড়িতে কৃষকদের নিয়ে এক পরামর্শ মুলক সভা করেন। সভা শেষে কৃষক আবু হানিফ ফিল্ড অফিসার বাচ্চু মিয়াকে তার টমেটো ক্ষেত দেখালে তিনি ৩টি বালাইনাশকের নাম লিখে দিয়ে যান। পরে ৪ জানুয়ারি ফিল্ড অফিসার বাচ্চু মিয়ার উপস্থিতিতে ডিলার মেসার্স নজরুল ইসলাম সানুর দোকান থেকে ২ টি বালাইনাশক কিনে নিয়ে তার টমেটো ক্ষেতে প্রয়োগ করেন।
ওই বালাইনাশক প্রয়োগ করার ১ দিন পর ক্ষেতে গিয়ে দেখেন সব টমেটোর চারা জ্বলে গেছে। ভুক্তভোগী কৃষক সাথেসাথে সিনজেনটা কোম্পানির অফিসার বাচ্চু মিয়াকে বিষয়টি অবগত করলে তিনি ৪ হাজার টাকা দিয়ে বিষয়টি দফারফা করার চেষ্টা করেন। পরে এ নিয়ে এলাকার সালিশে বিচার না পেয়ে কৃষক আবু হানিফ গত ১৭ জানুয়ারি হবিগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারী পরিচালকের কাছে এক অভিযোগ দায়ের করেন।
ওই অভিযোগের প্রেক্ষিতে গতকাল শনিবার (৩১জানুয়ারি) দীর্ঘ শুনানি শেষে সিনজেনটার এরিয়া ম্যানেজার ওয়াহিদুল হাসনাতকে ক্ষতিপূরণ বাবদ ৩৫ হাজার টাকা দিতে নির্দেশ দেন ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারী পরিচালক। একই সময়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা ক্ষতিপূরণের টাকা আদায় করে কৃষককে বুঝিয়ে দেন। এ বিষয়ে কৃষক আবু হানিফ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহাকে ধন্যবাদ জানান।