ভোটকেন্দ্র থেকে সরাসরি সম্প্রচার করা যাবে: সিইসি

0
46

জি নিউজ ডেস্কঃ ভোটকেন্দ্র থেকে সরাসরি সম্প্রচার করা যাবে: সিইসি
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের দিন কেন্দ্র থেকে গণমাধ্যমের সরাসরি সম্প্রচার (লাইভ) করা যাবে। তবে কক্ষের ভেতরে থেকে কোনও সরাসরি সম্প্রচার করা যাবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে শনিবার বিকেল সোয়া ৪টার দিকে এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি।

সিইসি বলেন, ভোট গ্রহণের দিন কেন্দ্রের ভেতর কক্ষ থেকে সাংবাদিকেরা ছবি তুলতে পারবেন। কেন্দ্রের ভেতর কক্ষ থেকে লাইভ করা যাবে না।

তিনি বলেন, এই নিষেধে কারণ হলো, ভিতরে কক্ষে যারা নির্বাচনি কাজে নিয়োজিত, তাঁদের যেন কোন ধরণের অসুবিধা না হয়।

এছাড়া ভোট কক্ষের মধ্যে কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না বলে জানিয়েছেন সিইসি কে এম নূরুল হুদা।

মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ থেকে শ্রদ্ধা জানিয়ে বের হবার সময় ড. কামালের হোসেনের ওপর হামলা ফৌজদারি অপরাধ। সে অনুযায়ী দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানান সিইসি কে এম নূরুল হুদা।

তথ্যসূত্রঃ চ্যানেল 24

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন