ভোটের আগের দিন ছয় থানার ওসি প্রত্যাহার

0
25

জি নিউজ ডেস্কঃ পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের নির্বাচন সুষ্ঠু করতে ভোটের আগের দিন ছয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রবিবার (১৭ মার্চ) দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচনের আগের দিন এসব তথ্য জানান ইসি সচিব হেলালুদ্দীন আহমদ।

হেলালুদ্দীন জানান, পক্ষপাতিত্ব ও অনিয়মের অভিযোগে ওই ছয় কর্মকর্তাকে প্রত্যাহার করে নেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন। যেসব থানার ওসিদের বদলি করা হয়েছে তারা হলেন— মৌলভীবাজারের কুলাউড়া, গাইবান্ধার ফুলছড়ি, দিনাজপুরের বিরগঞ্জ, বগুড়ার শিবগঞ্জ, নওগাঁর মান্দা ও বান্দরবানের আলীকদম থানা।
তাদের পরিবর্তে অতিরিক্ত পুলিশ সুপার পর্যায়ের কর্মকর্তাদের দায়িত্ব দেয়া হয়েছে বলে জানান তিনি।

ইসি সচিব বলেন, ‘সোমবার দ্বিতীয় ধাপে  ১৬ জেলার ১১৬টি উপজেলা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই ধাপে চেয়ারম্যান পদে ২৩, ভাইস চেয়ারম্যান পদে ১৩ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১২ জন এরই মধ্যে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এই নির্বাচনে চেয়ারম্যান পদে ৩৩৭, ভাইস চেয়ারম্যান পদে ৫৪৮ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪০০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। দেশের ১১৬ উপজেলায় ৭ হাজার ৩৯টি কেন্দ্রে ১ কোটি ৭৯ লাখ ৯ হাজার ৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

তিনি আরও বলেন, ‘সারা দেশে ৫ ধাপে ৪৮০ উপজেলা পরিষদের নির্বাচন হবে। আপনারা জানেন, দ্বিতীয় ধাপে ১৭টি জেলার ১২৯টি উপজেলায় নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। পরবর্তীতে আদালতের আদেশে ১টি উপজেলা গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার নির্বাচন স্থগিত করা হয়।’ 

এছাড়া গোপালগঞ্জের পাঁচটি উপজেলার নির্বাচন তৃতীয় ধাপে অনুষ্ঠিত হবে, এটা আমরা শিফট করে দিয়েছি। দিনাজপুর জেলার সদর উপজেলার নির্বাচন চতুর্থ ধাপে অনুষ্ঠিত হবে। আর বিনা প্রতিদ্বন্দ্বিতায় ছয়টি উপজেলা পরিষদে তিন পদেই প্রার্থী নির্বাচিত হয়েছে। সুতরাং এই ছয়টিতেও আর ভোটগ্রহণের প্রয়োজন হবে না। সবমিলিয়ে আগামীকাল ১৮ মার্চ ১১৬টি উপজেলায় ভোটগ্রহণ হবে।

চট্টগ্রামের রাউজান, মিরসরাই, নোয়াখালীর হাতিয়া, ফরিদপুর সদর, পাবনা সদর এবং নওগাঁ সদর উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং নারী ভাইস চেয়ারম্যান – এই তিন পদেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় এখানে ভোট হবে না।

হেলালুদ্দীন আহমদ বলেন, ‘পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের নির্বাচনে আগামীকাল সোমবার (১৮ মার্চ) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। এই নির্বাচন যেন শান্তিপূর্ণ হয়, সেজন্য নির্বাচন কমিশন থেকে যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আজকেও বিকেল ৩টায় নির্বাচন কমিশন এ বিষয়ে সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করেছেন।’

তিনি বলেন, ‘তিন পার্বত্য জেলাতে আমরা সেনা বাহিনীর সহায়তা চেয়েছি। আপনারা জানেন, এখানে বিরাজমান কিছু পরিস্থিতি আছে। শান্তি চুক্তির পক্ষে বিপক্ষে কিছু সমস্যা আছে। পাহাড়িদের মধ্যে যে উত্তেজনা থাকে, সেগুলোকে প্রশমিত করার জন্য সেনা বাহিনীর সহযোগিতা চেয়েছি এবং সেভাবে তাদের সহযোগিতা থাকবে। সেনা বাহিনী এসব জায়গায় ১৭, ১৮ ও ১৯ মার্চ দায়িত্ব পালন করবে।’

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন