ভোটের আগে বিএনপি’র নেতা-কর্মীদের ধরপাকড়ের অভিযোগ

0
27

জি নিউজ ডেস্ক:  গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের আগ মুহূর্তে বিএনপি নেতা-কর্মীদের ব্যাপক ধরপাকড়ের অভিযোগ বিএনপি।

সোমবার (২৫ জুন) বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আলহাজ্ব হাসান উদ্দিন সরকারের প্রধান এজেন্ট সোহরাব উদ্দিন রিটার্নিং অফিসারের কাছে এ অভিযোগ করেন।

তিনি তার অভিযোগে জানান, ভোটারদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। রবিবার রাতে পুলিশ ও র‌্যাব ১৮ জন জন বিএনপি নেতা কর্মীকে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে থানায় কোন মামলা নেই।গ্রেফতারকৃতরা হলেন কোনাবাড়ির যুবদল নেতা সাইফুল ইসলাম সবুজ, ৩১ নম্বর ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মজিবুর রহমান, ৩২ নম্বর ওয়ার্ডের এজেন্ট অ্যাডভোকেট আনোয়ার হোসেন, অ্যাডভোকেট ইউসুফ, কবির হোসেন, আবদুল মান্নান, কাউলতিয়ার জৈনুদ্দিন মোড়ল, পূর্ব ধীরাশ্রমের হেলেন বাদশা, পশ্চিম ধীরাশ্রমের আলমগীর, ২৯ নম্বর ওয়ার্ডের মোশারফ হোসেন বাদশা ও মজিবুর রহমান।এ ছাড়াও গ্রেফতার করাহয় টঙ্গীর মুদাফা এলাকার ইউনুস, গাছার কলমেশ্বরের লিটন মোল্লা গিয়াস, পোড়াবাড়ির হারিজ, ভাওরাইদের সাবেক ছাত্রদল নেতা বাকির হোসেন ও কানাইয়ার শোভা এবং আবদুর রহমানকে গ্রেফতার করা হয়েছে।

কোন মন্তব্য নেই