মন্ত্রীদের সততার সঙ্গে কাজ করার আহ্বান : প্রধানমন্ত্রী

0
28

জি নিউজ ডেস্কঃ সোমবার ২১ জানুয়ারী নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রীদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন।একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভের পর প্রধানমন্ত্রীর কার্যালয়ে নতুন মন্ত্রিপরিষদ সভার প্রথম বৈঠকে তিনি এ আহ্বান জানান।প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ২৪ মন্ত্রী, ১৯ প্রতিমন্ত্রী ও তিন উপমন্ত্রী এই বৈঠকে যোগ দেন।

এসময় তিনি বলেন, আমরা জনগণের ভালোবাসায় নিরঙ্কুশভাবে জয়লাভ করেছি। আমাদের জনগণের বিশ্বাস ও ভালোবাসার দাম দিতে হবে।

সভার আগে মন্ত্রিসভার অসমাপ্ত কাজ দ্রুত বাস্তবায়নে নতুন মন্ত্রীদের নির্দেশনাও দেন প্রধানমন্ত্রী। এছাড়া মন্ত্রিসভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হয় রাষ্ট্রপতির ভাষণের খসড়াসহ পাঁচটি বিষয়।

পরে স্বাগত বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রীদের দায়িত্ব পালনে সততা ও নিষ্ঠা বজায় রাখার আহ্বান জানান। এছাড়া সরকারের প্রতি জনগণের প্রত্যাশা পূরণ এবং নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দেন সরকার প্রধান।

নতুন মন্ত্রিসভার সদস্যদের আগামীর পথচলার দিকনির্দেশনাসহ বৈঠকের আলোচ্যসূচিতে গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও সংশোধন অধ্যাদেশ ২০১৯ অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়।নতুন সরকার গঠিত হওয়ায় সংবাদপত্র ও বার্তা সংস্থার কর্মীদের বেতন বাড়ানোর জন্য নবম ওয়েজবোর্ডের সুপারিশ পর্যালোচনায় আগের মন্ত্রিসভা কমিটি পুনর্গঠন করেছে সরকার।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন