মাত্র ৪ দিনের ব্যাবধানে আলোচিত এসপি হারুনকে আবারও বদলী

0
253

৪ দিনের ব্যবধানে সেই এসপি হারুনকে আবারও বদলী
মাত্র ৪ দিনের ব্যবধানে সদ্য ডিএমপিতে যোগদানকৃত ডিসি ও নারায়ণগঞ্জের আ’লোচিত সাবেক এসপি মোহাম্ম’দ হারুন-অর-রশিদকে বদলী করা হয়েছে। তাকে দায়িত্ব দেওয়া হয়েছে প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ বিভাগে।
সোমবার (১৮ মে) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইস’লাম স্বাক্ষরিত এক কার্যালয় আদেশে এ বদলী করা হয়।
গত ১৪ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এক আদেশে পু’লিশ অধিদপ্তরের পু’লিশ সুপার (টিআর) থেকে ঢাকা মেট্রোপলিটন পু’লিশের উপ-পু’লিশ কমিশনার করা হয়েছিল।

এর আগে ২০১৯ সালের ৩ নভেম্বর সন্ধ্যার দিকে রাষ্ট্রপতির আদেশক্রমে হারুন অর রশীদকে নারায়ণগঞ্জ থেকে সদর দপ্তরের পু’লিশ সুপার (টিআর) শাখায় বদলী করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব ধনঞ্জয় কুমা’র দাস স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে এই বদলীর আদেশ নিশ্চিত করা হয়েছে।

৭ নভেম্বর তিনি আনুষ্ঠানিকভাবে নারায়ণগঞ্জ থেকে বিদায় নেন। এদিন তার বিদায় উপলক্ষে পু’লিশ লাইনসে সংর্ধ্বনার আয়োজন করে জে’লা পু’লিশের পক্ষ থেকে।

২০১৮ সালের ২ ডিসেম্বর ডিএমপি থেকে নারায়ণগঞ্জের এসপি হিসেবে বদলি করা হয় মোহাম্ম’দ হারুন অর রশীদকে। ১১ মাসব্যাপী তিনি নারায়ণগঞ্জ জে’লায় ব্যাপকভাবে আ’লোচিত হয়েছিলেন। তার কঠোরতায় শহরের হকারমুক্ত ছিল পুরো বছর।”

কোন মন্তব্য নেই