জি-নিউজ ডেস্কঃ
হবিগঞ্জের মাধবপুরে প্রেমিকের বিষ পানের খবর পেয়ে প্রেমিকা কুলসুমা বেগম (১৭) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। প্রেমিক রিদয়কে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিবার (১৪ জুন) দুপুরে উপজেলার নায়ায়নপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম দস্তগীর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চত করেছেন।
জানা গেছে, উপজেলার নায়ায়নপুর গ্রাম থেকে কুলসুমা বেগম (১৭) নামের এক পোষাক শ্রমিকের লাশ উদ্বার করে ময়নাত দন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ। সে ওই গ্রামের আনছর আলীর মেয়ে। আনছর আলী জানান, তার মেয়ে নয়াপাড়ার একটি পোষাক কারখানার শ্রমিক।
সূত্র জানিয়েছে, কারখানার আরেক পোশাক শ্রমিক রিদয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে কুলসুমার। এক পর্যায়ে প্রেমের গভীরতা বাড়তে থাকে। রিদয় কুলসুমাকে বিয়ে করতে ব্যাকুল হয়ে উঠে। এর মধ্যে কুলসুমা জানতে পারে রিদয় আগে একটি বিয়ে করেছে। বিয়ের বিষয়টি জানার পর কুলসুমা প্রেমিক রিদয়ের প্রতি অভিমান করে এড়িয়ে চলতে থাকে। প্রেমিক রিদয়ও নিজের প্রতি অভিমান করে শনিবার সকালে বিষপানে আত্মহত্যার চেষ্টা চালায়। পরে স্বজনরা আশংকাজনক অবস্হায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। রিদয়ের বাড়ি নয়াপাড়া রেল ষ্টেশন এলাকায়। এ খবর কুলসুমার কানে পৌছলে আজ রোবরার দুপুরে নিজ বাড়ির ঘরের তীরের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।