মাধবপুরে বকেয়া বেতনের দাবীতে শ্রমিক বিক্ষোভ !

0
21

এম হায়দার চৌধুরী, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :: হবিগঞ্জের মাধবপুরে বকেয়া বেতনের দাবীতে যমুনা ইন্ড্রাস্ট্রিয়াল পার্ক ঘেরাও করে বিক্ষেভ করেছে শ্রমিকরা। তাদের গত ৪ মাসের বকেয়া বেতন, টিফিন বিল ও প্রডাকশনে বেসিকের দাবীতে বিক্ষেভ করে । বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ১১টায় উপজেলার বেজুড়া এলাকাতে অবস্থিত যমুনা ইন্ড্রাস্ট্রিয়াল পার্ক এর ৩ শতাধিক শ্রমিক এ আন্দোলনে অংশ নেয়।

জানা যায়, এসময় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে অবস্থিত উক্ত ফ্যাক্টরির শ্রমিক সড়কে জড়ো হলে দূরপাল্লার যান চলাচল বিঘ্নিত হয়। এদের মধ্যে লেবার ফোরম্যান আজমল ও সুকুমার জানান, দৈনিক হাজিরার প্রায় ৩শতাধিক শ্রমিকের গত ৪ মাসের বেতন আটক করে রেখেছে কোম্পানীটি। চলতি মাসে কয়েকবার তাগাদা দিয়েও আমরা বেতন পাচ্ছিনা। বকেয়া বেতন চাইতে গেলেই কথায় কথায় আমাদেরকে ছাটাই করার হুমকি দেয়া হয়। বেতন না পেয়ে অনাহারে অর্ধাহারে দিন কাটে। বাড়ি ভাড়া দিতে না পেরে এই আন্দোলনের ডাক দিয়েছি। বকেয়া বেতনের শতভাগ পরিশোধ না করলে কর্মরত সাড়ে ৪শত শ্রমিক নিয়ে কঠোর আন্দোলন করা হবে বলে জানিয়েছে আন্দোলনরত শ্রমিকরা।

এ ব্যাপারে কোম্পানীর জিএম আবুল হোসেনের সাথে মোবাইল ফোনে কথা হলে তিনি জানান, আজ ডেইলি বেসিকের শ্রমিকদের ৫০% বেতন পরিশোধ করা হবে।

কোন মন্তব্য নেই