মাধবপুরে ২ নারী মাদক ব্যবসায়ী আটক
শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা :: শায়েস্তাগঞ্জ উপজেলার শাহজীবাজার রেল স্টেশন এলাকা থেকে ২ নারী মাদক বিক্রেতাকে আটক করেছেন জেলা মাদক নিয়ন্ত্রণ অধিপ্তরের পরিদর্শক মিজানুর রহমান।
রবিবার ৩ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে তাদের আটক করা হয়। তাদের দেহ তল্লাসী করে ২ জনের নিকট থেকে ৩শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
আটককৃত খুসবানু (৬০) মাধবপুর উপজেলার ফতেপুর গ্রামের মৃত সিদ্দিক মিয়ার স্ত্রী ও পরিস্কার বেগম (৪৫) উপজেলার নোয়াগাও গ্রামের মোঃ নওসাই মিয়ার স্ত্রীর । পরে তাদেরকে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মল্লিকা দে’র কার্যালয়ে হাজির করলে তিনি ভ্রামম্যান আদালতের বিবেচনায় খুসবানুকে ১ মাস ও পরিস্কার বেগমকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।