অং সান সুচি গ্রেফতারঃ
মিয়ানমারে সেনাবাহিনীর সঙ্গে অংসান সুচির মধুচন্দ্রিমা শেষ! সংবাদমাধ্যম বিবিসি ও আল জাজিরা জানায়, সেনাবাহিনী ক্ষমতা দখল করে গত রাতে অংসান সুচি, প্রেসিডেন্ট উইন মিন্টসহ এনএলডির কয়েকজন কে আটক করেছে।
গত নভেম্বরে অনুষ্ঠিত নতুন নির্বাচনে সুচির দল সংখাগরিষ্ঠতা পেয়েছিল। আজ সোমবার নতুন সংসদ-ও বসার কথা ছিল। এরইমধ্যে সুচি ও তার দলের নেতারা গ্রেফতার হলেন। নগরীর রাস্তায় সেনাবাহিনী টহল দিচ্ছে। সমরিক শাসন জারির কথা শোনা যাচ্ছে।
উল্লেখ্য, আরাকানের রাখাইন রাজ্যের মুসলিম রোহিঙ্গা জনগোষ্ঠীর বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে, হত্যা-ধর্ষণ করে তাদেরকে দেশছাড়া করতে সেদেশের সেনাবাহিনীর সঙ্গে কাধে কাধ মিলিয়ে কাজ করেছিলেন অংসান সুচি। নির্মম মানবাধিকার লংঘনের এ ঘটনায় লক্ষলক্ষ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়। সুচির এই বর্বরোচিত ভূমিকা সারা বিশ্বে সমালোচিত হয়। এজন্য তাকে দেয়া পুরস্কারও ফিরিয়ে নেয় বিভিন্ন দেশ ও সংস্থা। আন্তর্জাতিক আদালতে যুদ্ধাপরাধ সংঘটনের জন্য মিয়ানমারের বিরুদ্ধে বিচার চলছে।
- অন্যান্য
- অপরাধ
- আইন আদালত
- আর্ন্তজাতিক
- ইতিহাস
- চাকুরির খবর
- জানা-অজানা
- তথ্য-প্রযুক্তি
- নারী ও শিশু
- পরিচালক
- ব্রেকিং নিউজ
- রাজনীতি
- স্লাইড