মুক্তাগাছায় মহিলা ভাইস চেয়ারম্যান আজিজা রহমান গ্রেফতার

0
34

জি নিউজ ডেস্কঃ ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রী আজিজা রহমানকে বিস্ফোরক আইনের মামলায় গ্রেফতার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেলে পৌরসভাধীন মুজাটি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে থানা পুলিশ।

পুলিশ জানায়, আজিজা রহমানের বিরুদ্ধে নির্বাচন পূর্ব গাড়িতে অগ্নিসংযোগ, পেট্রোলবোমা বিস্ফোরণে সংশ্লিষ্টতার অভিযোগে মুক্তাগাছা থানায় বিস্ফোরক আইনে মামলা রয়েছে।

গ্রেফতার অভিযানে নেতৃত্বদানকারী মুক্তাগাছা থানার উপ পরিদর্শক আতাউর রহমান জানান, ‘গ্রেফতারের পর তাকে আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।’

তথ্যসূত্রঃ ইত্তেফাক।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন