মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর সাথে সতন্ত্র নির্বাচিত এমপি’র শুভেচ্ছা বিনিময়

0
11

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর সাথে নবনির্বাচিত এমপি’র শুভেচ্ছা বিনিময়।

মো: ইব্রাহিম খন্দকার,কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি।
গাজীপুর-১ আসন থেকে টানা ৪ বারের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পুনরায় দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপির সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচিত এমপি আখতারউজ্জামান।
মঙ্গলবার (১৬ জানুয়ারী) রাতে ঢাকার মিন্টু রোডে অবস্থিত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর বাসভবনে এ শুভেচ্ছা বিনিময় হয়। এসময় উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এড. আশরাফী মেহেদী হাসান,কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল গনি ভূঁইয়া, যুদ্ধ অপরাধী ট্রাইব্যুনাল এডিশনাল অ্যাটর্নি জেনারেল এডভোকেট সাইদুর রহমান, গাজীপুর জেলা আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা পরিষদের সাবেক সদস্য তাসলিমা রহমান লাভলী, কালিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মোস্তফা মিয়া, তুমলিয়া ইউপি চেয়ারম্যান আবু বকর বাক্কু, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও মোক্তারপুর ইউপি’র সাবেক চেয়ারম্যান শরীফুল ইসলাম তোরণ, বক্তারপুর ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান আকন্দ (ফারুক), উপজেলা আওয়ামীলীগের সদস্য এবিএম তারিকুল ইসলাম, জামালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান ফারুক মাষ্টার, নাগরী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট সিরাজ মোড়ল,উপজেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সাজ্জাদ হোসেন খাান রিপনসহ আওয়ামীলী,আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য তোবারক হোসেন চারু, মুক্তারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সবুজ , কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক রঞ্জু , উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল জলিল, সাবক সদস্য হেদায়েতুল ইসলাম খোকন, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি আহমদুল কবির সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম দেওয়ান, কালিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও কালিগঞ্জ পৌর ২ নং ওয়ার্ডের কাউন্সিলর আফসার হোসেন, কালিগঞ্জ শ্রমিক কলেজের সাবেক ভিপি গাজীপুর জেলা ছাত্র লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বেনোজির আহমেদ, কালীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান খান রোমান, নাগরী ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি রেজাউল হক রানু, পৌর যুবলীগের সভাপতি ও ৪ ওয়ার্ডের কাউন্সিলর বাদল হোসেন ভূঁইয়া, পৌর আওয়ামী লীগের উপদেষ্টা ইব্রাহিম খন্দকার সহ মুক্তিযুদ্ধা, অঙ্গসংগঠন নেতাকর্মী ও সাংবাদিকবৃন্দ।

কোন মন্তব্য নেই