মোটরসাইকেল দুর্ঘটনায় শিক্ষিকা ও ছাত্র নিহত

0
27

জি নিউজ ডেস্কঃ মোটরসাইকেল দুর্ঘটনায় বরিশাল-স্বরূপকাঠী সড়কের কাজলাহার বেইলী ব্রিজ নামক এলাকায় গত বৃহস্পতিবার রাতে আল আমিন নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। সে বানারীপাড়া সরকারি মডেল ইউনিয়ন ইনস্টিটিউশন স্কুলের নবম শ্রেণির ছাত্র ও স্থানীয় পৌরসভার গাড়িচালক ইমরান হোসেন সবুরের পুত্র। ওইদিন দুপুরে বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুরের ইচলাদী বাসস্ট্যান্ড এলাকায় প্রধানশিক্ষকের মোটরসাইকেল থেকে সিটকে পরে মুন্নুজান বেগম নামের এক সহকারী শিক্ষিকা নিহত হয়েছেন। নিহত মুন্নুজান বেগম উজিরপুরের মুন্ডুপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ও বরিশাল নগরীর বিএম কলেজ সংলগ্ন তালভিটা এলাকার বাসিন্দা আলতাফ হোসেনের স্ত্রী। স্কুল ছুটি শেষে একই বিদ্যালয়ের প্রধানশিক্ষক মো. মনিরুজ্জামানের মোটরসাইকেলযোগে নিজ বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন মুন্নুজান। পথিমধ্যে মোটরসাইকেল থেকে সে ছিটকে পরে ঘটনাস্থলেই নিহত হন।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন