মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪জন সহ নিহত-৬

0
42

জি নিউজ ডেস্কঃ মৌলভীবাজার সদর উপজেলায় প্রাইভেটকারের সাথে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের চারজন সহ নিহত ৬, আহত ৩।

(৭জুলাই) শনিবার সন্ধ্যা ৬ ঘটিকার সময় মৌলভীবাজার সদর উপজেলার মনুরমুখ ইউনিয়নের নাদামপুরে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা স্হল থেকে পুলিশ ও এলাকার লোকজন তাদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে আনা হলে ডাক্তার ৪ জনকে মৃত্যু ঘোষণা করেন কিছুক্ষণ পর আরো ২ জনের মৃত্যু হয়। গুরুতর আহত ৩ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন, সদর উপজেলার শেরপুর এলাকার আব্দুল গনি তালুকদারের ছেলে জাহাঙ্গীর তালুকদার (৩৮), নাহিদ তালুকদার (২৬), মেয়ে সাজনা বেগম (২৮) ও তার ছেলে সাইফ আহমদ (১২)। চারজনের সবাই একই পরিবারে সদস্য।আরো নিহত দু’জন হলেন- করিমপুর এলাকার ছাতিব মিয়ার ছেলে অটোরিকশা চালক শাহাদাৎ মিয়া (২৪) ও সিলেট জেলার উসমানীনগর থানার তাজপুর এলাকার তছদ্দর মিয়ার ছেলে লায়েশ মিয়া (২৮)।
এই ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এলাকার মানুুষ গভীরভাবে শোকাহত, এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন