মৌলভীবাজার জেলায় সাঁড়াশি অভিযান, সংঘবদ্ধ ডাকাত দলের এক সদস্য গ্রেফতার

0
12

জি নিউজ ডেস্কঃ
মৌলভীবাজার জেলায় সাঁড়াশি অভিযানে আন্তঃবিভাগীয় ডাকাত চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

১৯ নভেম্বর দিবাগত রাত সোয়া ১টার দিকে একটি বৃহৎ দল মৌলভীবাজার থানা এলাকায় ডাকাতি সংঘটনের লক্ষ্যে সমবেত হওয়ার সময় প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার মডেল থানা পুলিশের একটি চৌকস দল আমতৈল এলাকায় অভিযান চালায়। এ সময় পূর্ব হইতে অবস্থানরত প্রায় ১৫/২০ জনের ডাকাত দল ধাওয়া দিলে ডাকাতরা দিগবিদিক পালানোর চেষ্টাকালে ডাকাত হান্নান মিয়া (৪৫) পিতা-মৃত সবলা মিয়া, সাং-আথানগিরী, থানা ও জেলা মৌলভীবাজারকে আটক করেন। ঐ সময় অন্যান্য ডাকাতরা দৌঁড়ে পালিয়ে যায়।

পুলিশ তল্লাশী করে ডাকাতদের ফেলে যাওয়া (ক) লোহার তৈরী একটি গ্রীল কাটার মেশিন, যাহা লম্বা অনুমান ৩৬ ইঞ্চি (খ) একটি ধারালো দা, যাহা বাট সহ লম্বা অনুমান ২৬ ইঞ্চি, (গ) একটি ধারালো ছুরি, যাহা বাটসহ লম্বা অনুমান ২৪ ইঞ্চি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত ডাকাত সদস্যের বিরুদ্ধে মৌলভীবাজার বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে। পলাতক ডাকাত সদস্যদের গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত আছে। এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন