ময়মনসিংহে জঙ্গি সন্দেহে এক নারীসহ র‍্যাবের হাতে আটক-৪

0
36

জি নিউজ ডেস্কঃ বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) সকালে র‌্যাব-১৪ কার্যালয়ে সংবাদ সম্মেলনে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এফতেখার উদ্দিন জানান, গতরাতে বিদ্যাগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক সিয়াম আল মাহমুদ, নাসরিন আক্তার, শাহীন ইসলাম ও শাখাওয়াত করিম জেএমবির সক্রিয় সদস্য বলে জানান তিনি। তারা ফেসবুক ও ইউটিউবসহ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে জঙ্গি তৎপরতা চালিয়ে আসছিল।

র‌্যাব-১৪ অধিনায়ক লে. কর্নেল এফতেখার উদ্দিন বলেন, ‘চার জঙ্গিকে আমরা ময়মনসিংহ বিদ্যাগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকা থেকে গ্রেফতার করি। এই চারজন ফেসবুকসহ সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে জেএমবির সঙ্গে একত্রিত হয়ে কার্যক্রম পরিচালনা করে আসছিল।’ সূত্রঃ সময় টিভি।

কোন মন্তব্য নেই