ময়মনসিংহে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে ট্রেন লাইনচ্যুত; ট্রেন চলাচল বন্ধ

0
52

ময়মনসিংহ রেলস্টেশনের মিন্টু কলেজ এলাকায় মোরটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষে ট্রেনেরইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। এতে কেউ হতাহত হয়নি।

রোববার (৮ জুলাই) রাতে নগরীর মিন্টু কলেজ এলাকায় এ ঘটনা ঘটে।দুর্ঘটনার ফলে ময়মনসিংহ-জামালপুর রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ফলে বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে কমিউটার, যমুনা, ধলেশ্বরী,অগ্নিবীনা,সহ বেশ কয়েকটি ট্রেন।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মান্নান ফরাজী জানান, রোববার রাত ৮টা ২৫ মিনিটে দেওয়ানগঞ্জ থেকে ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে যায় ট্রেনটি। সেটি নগরীর মিন্টু কলেজ এলাকায় পৌঁছলে এক মোটরসাইকেল আরোহী রাস্তা পারাপারের সময় ট্রেনের সামনে পড়ে যান। এতে ট্রেনের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। সেটিকে ধাক্কা দিয়ে প্রায় ৪০০ গজ দূরে নিয়ে মিন্টু কলেজের কাছে নিয়ে যায় ট্রেনটি। ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলে আগুন ধরে যায় এবং ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন