জি-নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এক দিনে ১০ বাংলাদেশিসহ ১ হাজার ৮৬৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা ৩৯ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে শুধু নিউইয়র্কেই মারা গেছেন ১৭ হাজারের বেশি মানুষ। এছাড়া মোট ১৭০ বাংলাদেশির মৃত্যু হয়েছে।
অঙ্গরাজ্যটিতে ২ লাখ ৪১ হাজারের বেশি মানুষ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে বহু বাংলাদেশিও আছেন। পুরো যুক্তরাষ্ট্রে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২৯ হাজারের বেশি মানুষ। এতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ লাখ ৩৮ হাজারের বেশি।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ও টেক্সাসে লকডাউনের বিরুদ্ধে বিক্ষোভ করেছে শত শত মানুষ। তাদের অভিযোগ বাসায় থেকে অসুস্থ হয়ে পড়ছেন অনেকে। দ্রুত লকডাউন তুলে নেয়ার দাবিও জানান তারা।