জি নিউজ ডেস্কঃ রাজধানীর নয়াপল্টেন বিএনপি অফিসের সামনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ চলছে। সংঘর্ষের একপর্যায়ে পুলিশের গাড়িতে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। বুধবার দুপুর একটার দিকে এ ঘটনা ঘটে। কিন্তু কী কারণে এই সংঘর্ষ? প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টা থেকে মনোনয়নপ্রত্যাশীরা বিএনপি কার্যালয়ের সামনে ভিড় করেন। নেতা-কর্মী-সমর্থকরা জড়ো হন। একপর্যায়ে নেতাকর্মীদের ভিড়ে রাস্তায় যান চলাচল বন্ধ হওয়ার উপক্রম হয়। এসময় পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা সৃষ্টি হয়। একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। বেলা সাড়ে ১২টার দিকে সংঘর্ষ ব্যাপক আকার ধারণ করে। এসময় কয়েকজনকে পুলিশের গাড়িতে আগুন দিতে দেখা যায়। কয়েকটি গাড়ি ভাঙচুরও করে তারা। পুলিশের লাঠিচার্জ, রাবার বুলেট ও টিয়ারগ্যাসে অর্ধশতাধি বিএনপি নেতাকর্মী আহত হয়েছে বলে বিএনপি নেতারা দাবি করেছেন।এ রিপোর্ট লেখা পর্যন্ত নয়াপল্টন কার্যালয়ের সামনে থমথমে অবস্থা বিরাজ করছে। রাস্তায় অবস্থান নিয়েছে পুলিশ। তথ্যসূত্রঃ Rtv অনলাইন।