রাজধানীতে জেএমবি এক সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব

0
15

রাজধানীর খিলগাঁও ফ্লাইওভার টোলপ্লাজা এলাকা হতে ১ জন জেএমবি সদস্যকে গ্রেফতার করে র‍্যাব-৮ এর সদস্যরা।

গতকাল ৩০ ডিসেম্বর দুপুর আড়াইটার দিকে ঢাকার খিলগাঁও ফ্লাইওভার টোলপ্লাজা এলাকা হতে ১ জন জেএমবি সদস্যকে গ্রেফতার করে।

র‍্যাব সুত্রে জানাযায়,র‌্যাবের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৮ এর আভিযানিক দল অভিযান পরিচালনা করে খিলগাঁও ফ্লাইওভার টোলপ্লাজা এলাকা হতে জেএমবি সদস্য মোঃ জোবাইদুল ইসলাম(৩৫)কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মোঃ জোবাইদুল ইসলাম(৩৫), পিতা-দেলোয়ার হোসেন(বড় ভাউ), সাং-কিসামত মাদাতী (ভোটমারী), থানা-কালিগঞ্জ, জেলা-লালমনিরহাট।

গ্রেফতারকৃত মোঃ জোবাইদুল ইসলাম’কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, সে জেএমবি’র একজন সক্রিয় সদস্য। সে স্থানীয় মাদ্রাসায় দাখিল এবং কামিল পাশ করে। তারপর ২০০৯ সালে ঢাকায় প্রাইভেটে এলএলবি এবং কামিল এ লেখাপড়া করে। সে স্থান ও সময় ভেদে বিভিন্ন সময় বিভিন্ন পেশা গ্রহন করে। ঢাকায় লেখাপড়া করাকালীন শীর্ষ জেএমবি সদস্যদের সান্নিধ্যে জেএমবি কর্মকান্ডে অনুপ্রানিত হয় এবং বিভিন্ন জায়গায় ছদ্মবেশে গোপনে দাওয়াতী কাজ পরিচালনা করে।

সে দাওয়াতী কাজ পরিচালনার জন্য ঢাকা, গাজীপুর, কুমিল্লা, লালমনিরহাট সহ দেশের বিভিন্ন স্থানে গমন করে। সে নিষিদ্ধ সংগঠন জেএমবির দাওয়াতি শাখার একজন সক্রিয় সদস্য। বর্তমানে সে তার নিজের সংগঠনের কার্যক্রমের আড়ালে ছদ্মবেশে উগ্রপন্থী কর্মকান্ড নতুনভাবে দেশব্যাপী গুছিয়ে আনতে পরিকল্পনা মোতাবেক কাজ করে আসছে।

গ্রেফতারকৃত মোঃ জোবাইদুল ইসলাম এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। তার অন্যান্য সহযোগীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য র‌্যাব-৮ তৎপর রয়েছে।

কোন মন্তব্য নেই