রাজধানীতে নৌপথে আসা বিপুল পরিমান ইয়াবার চালান আটক

0
7

রাজধানীতে নৌপথে আসা বিপুল পরিমান ইয়াবার চালান আটক

জি নিউজ ডেস্কঃ ইয়াবা ব্যবসায় ব্যাপক লাভের আশায় এবার বিদেশি বিনিয়োগ শুরু হয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান।

মঙ্গলবার বিকালে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

এর আগে রাজধানীর সদরঘাট ও মুহাম্মদপুরে একটি ইয়াবার চালান আটক করে র‌্যাব। মোট ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার হয়। এ সময় তিনজনকে আটক করে র‌্যাব।আটককৃতরা হলো- তুহিন হোসেন (২৫), মো. সবুজ (২৬) ও মো. শাহাজাহান (৩৫)।

র‌্যাব কর্মকর্তা মুফতি মাহমুদ খান বলেন, ইয়াবা ব্যবসায় ব্যাপক মুনাফা অর্জনের আশায় দেশি-বিদেশি বিনিয়োগ শুরু হয়েছে। মঙ্গলবার রাজধানীর সদরঘাট ও মুহাম্মদপুরে ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ৫০ কোটি টাকা। এ সময় তিনজনকে আটক করা হয়েছে। আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে নানান তথ্য দিয়েছে র‌্যাবকে।

তিনি বলেন, মিয়ানমার থেকে ইয়াবা আনার জন্য এই টাকা আগে পরিশোধ করতে হয়। আর এই বড় অঙ্কের টাকা আসছে বিদেশ থেকে। তার সঙ্গে দেশি ও বিদেশি দুটি চক্র জড়িত আছে।

র‌্যাব কর্মকর্তা আরও জানান, আগে সাধারণত ইয়াবার চালান আসত কক্সবাজারের টেকনাফ ও উখিয়ার পথ দিয়ে। এখন রোড পরিবর্তন করে নৌপথ কুয়াকাটা দিয়ে পটুয়াখালী হয়ে ইয়াবার চালান আনছে ব্যবসায়ীরা।

তথ্যসূত্রঃ যুগান্তর।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন