রাজধানীর গাবতলীতে ভুট্টা বোঝাই ট্রাক থেকে ৫৩৪ বোতল ফেন্সিডিল উদ্ধার ; ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

0
14

জি নিউজ:: Rapid Action Battalion, RAB এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। খুন, ডাকাতি, দস্যুতা, ধর্ষণ, অপহরণ, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী গ্রেফতার এবং জঙ্গীবাদের মত ঘৃণ্যতম অপরাধ নির্মূল ও রহস্য উদঘাটনের পাশাপাশি মাদক দ্রব্য উদ্ধার, মাদক ব্যবসায়ীদের গ্রেফতার সহ নেশার মরণ ছোবল থেকে তরুন সমাজকে রক্ষা করার জন্য RAB এর জোড়ালো তৎপরতা অব্যাহত আছে। বর্তমানে দেশে অর্থের লোভে বিপথগামী উঠতি বয়সের যুবকরাও এ ধরণের সন্ত্রাসী, নাশকতামূলক কর্মকান্ডে ও মাদক ব্যবসায় ওতপ্রোতভাবে জড়িয়ে পড়ছে এবং পেশাদার সন্ত্রাসী ও পেশাদার মাদক সম্রাট হয়ে উঠছে। এ ধরণের সন্ত্রাসী ও মাদক সম্রাটদের আইনের আওতায় নিয়ে আসার জন্য RAB সদা সচেষ্ট।

এরই ধারাবাহিকতায় ১৫/০৭/২০১৯ ইং তারিখ রাত ০৩.৪০ ঘটিকার সময় গোপন সংবাদের প্রেক্ষিতে RAB-4 এর একটি চৌকষ আভিযানিক দল মেজর কাজী সাইফুদ্দিন আহমেদ এর নেতৃত্বে ডিএমপির দারুস সালাম থানাধীন গাবতলী মাজার রোডের মোড়ে, নিউ ধানসিড়ি রেষ্টুরেন্ট এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৫৩৪ বোতল ফেন্সিডিল, ফেন্সিডিল বিক্রয়ের কাজে ব্যবহৃত ০৩টি মোবাইল ফোন এবং প্রায় ২০০ বস্তা ভুট্টা বোঝাই ০১টি ট্রাকসহ আসামী (১) মোঃ ফারুক হোসেন (৪২), জেলা-দিনাজপুর, (২) মোঃ জাহাঙ্গীর মৃধা (৪০), জেলা-মাদারীপুর এবং (৩) মোঃ হাসান (৫৮), জেলা-লক্ষ্মীপুরদের গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামীরা দিনাজপুর জেলার বিরামপুর হতে ফেন্সিডিল ক্রয় করে এনে পারস্পরিক যোগাযোগ রক্ষা করে দীর্ঘ দিন যাবত ঠিকানা বদল করে ঢাকার দারুস সালাম, মিরপুর, শাহআলী থানা এলাকায় বিভিন্ন ডিলার ও খুচরা ফেন্সিডিল ব্যবসায়ীদের নিকট বিক্রয় করে থাকে। উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

কোন মন্তব্য নেই