রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে অভিনব কৌশলে আসছে মাদক
জি নিউজ ডেস্কঃ ইয়াবা ব্যবসায়ীরা নিত্য নতুন অভিনব কৌশল অবলম্বন করে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে ইয়াবা চালান করছে।
বান্দরবনের ইউনুস মিষ্টির প্যাকেটে টেকনাফ থেকে ইয়াবা বহন করে নিয়ে আসে ঢাকার কাফরুল থানাধীন সেনপাড়া পর্বতা এলাকার একটি আবাসিক ভবনের ছয় তলা ফ্লাটে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ৪ এর একটি চৌকস দল সহকারি পুলিশ সুপার আবদুল্লাহ এর নেতৃত্বে অভিযান চালায় ঐ ফ্লাটে। ধৃর্ত ব্যবসায়ী ধুর্ততার সাথে ইয়াবা ব্লেন্ডার মেশিনে লুকিয়ে রেখেও রক্ষা পেলনা। ৩৬৫০ পিছ ইয়াবাসহ গ্রেপ্তার করা হয় ইউনুসকে।