রাজবাড়ীতে শীতার্ত মানুষের পাশে জেলা পুলিশ

0
14

রাজবাড়ী সদর উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতর করা হয়।

বুধবার ১লা জানুয়ারী দুপুরে রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের রায় নগর এলাকায় কম্বল বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরন করেন রাজবাড়ীর পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান পিপিএম (বার)।

এ সময় রাজবাড়ী সদর উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম নওয়াব আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলী। অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাহউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফজলুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শরিফ-উজ-জামান । অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্ব পালন করেন রাজবাড়ী সদর উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারন সম্পাদক ডাঃ আব্দুর রহিম মোল্লা।

পরবর্তীতে রাজবাড়ী জেলা পুলিশের সার্বিক সহযোগিতায় রামকান্তপুর ইউনিয়নের রায় নগর এলাকায় ১৫৪ জন শীতার্তদের ব্যক্তির মাঝে কম্বল বিতরন করা হয়।

কোন মন্তব্য নেই