রাজশাহীতে র‍্যাবের অভিযানে দুই ছিনতাইকারী গ্রেফতার

0
19

জি-নিউজঃ
রাজশাহী মহানগর শাহমখদুম থানাধীন সিটিহাট এলাকার সিটিহাট গোলচত্বরের ৩০০ গজ দক্ষিণে সিটিহাট টু তেরখাদিয়াগামী পাঁকা রাস্তার পূর্ব পার্শ্বে র‍্যাবের অভিযানে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল কর্তৃক গত ২৩ জুলাই ২০২০ তারিখ রাএী ১০.০৫ ঘটিকায় রাজশাহী মহানগর শাহমখদুম থানাধীন সিটিহাট সাকিনস্থ সিটিহাট গোলচত্বর হইতে ৩০০ গজ দক্ষিণে সিটিহাট টু তেরখাদিয়াগামী পাঁকা রাস্তার পূর্ব পার্শ্বে অপারেশন পরিচালনা করে।

উক্ত অপারেশনে, ০২ জন ছিনতাইকারী ১। মোঃ জিহাদ হাসান (২০), পিতা-মোঃ স্বপন আলী, সাং-ভাটাপাড়া ২। মোঃ আঃ রহমান (১৯), পিতা-আসলাম আলী, সাং-আলীগঞ্জ, উভয় থানা-রাজপাড়া, রাজশাহী মহানগরদ্বয়কে, ০১ টি টিপ চাকু, ০২ টি খুর, ০১ টি মোটরসাইকেল, ০৪ পিস ইয়াবা, ০২ টি মোবাইল ফোন, ২ টি সীমকার্ডসহ গ্রেফতার করা হয়। ধৃত ছিনতাইকারীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন