মোঃ মোজাম্মেল হোসেন বাবু রাজশাহীঃ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে আজ ২৫ সেপ্টেম্বর ২০২১ সকাল ১০.৩০ টায় আরএমপি সদরদপ্তরে আগামি ৪, ৫ ও ৬ অক্টোবর ২০২১ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১ম বর্ষ স্নাতক শ্রেণিতে ভর্তি পরীক্ষা উপলক্ষে রাজশাহী মহানগরীর হোটেল ও মেস মালিক সমিতির নেতৃবৃন্দের সাথে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আরএমপি’র সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ আবু কালাম সিদ্দিক মহোদয়।
সভায় পুলিশ কমিশনার মহোদয় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের রাজশাহীতে আগমন, অবস্থান ও প্রস্থান স্বচ্ছন্দময় ও নিরাপদ রাখতে হোটেল ও মেস মালিক সমিতির নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানার অফিসার ইনচার্জদের নির্দেশ দেন এবং ট্রাফিক বিভাগকে ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করার জন্য নির্দেশ প্রদান করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) জনাব মোঃ সুজায়েত ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) জনাব মোঃ মজিদ আলী বিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মোঃ রশীদুল হাসান পিপিএম ও উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) জনাব মোঃ সাজিদ হোসেন, আরএমপি’র উর্ধ্বতন কর্মকর্তাগণ ও অফিসার ইনচার্জবৃন্দ সহ রাজশাহী মহানগর হোটেল ও মেস মালিক সমিতির নেতৃবৃন্দ।