রাজশাহী সিটি নির্বাচনে বুলবুলে নিরব প্রতিবাদ, “কোন কেন্দ্রে যাবো, কোন কেন্দ্রে গিয়ে ঠেকাবো” সব খানেই দখল

0
26

জি নিউজ ডেস্ক: রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে সকাল ৮ টায় ভোট গ্রহণ শুরু হয়। প্রতিটি ভোটকেন্দ্রের সামনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী খায়রুজ্জামান লিটনের নেতা-কর্মীরা মাঠে থাকলেও নেই বিএনপি মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুলের কোনো নেতা-কর্মীরা। এটাকে অবশ্য বিএনপি বলছে, নেতা-কর্মীদেরকে থাকতে দেয়া হচ্ছে না।

সোমবার (৩০ জুলাই) সিটি নির্বাচনে নগরীর ভোটকেন্দ্রে গিয়ে দেখা গেছে, কেন্দ্রের সামনে আওয়ামী লীগের নেতা-কর্মীরা গলায় কার্ড ঝুলিয়ে দাঁড়িয়ে আছে। তারা ভোটারদের ভোটের কাজে সাহায্য করছেন। নেই বিএনপি কর্মী তবে এ পরিস্থিতির জন্য আওয়ামী লীগকে দায়ী করছেন বিএনপি নেতৃবৃন্দ।

সকালে ভোট কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেওয়ার প্রতিবাদে নগরীর বিনোদপুর ইসলামিয়া কলেজে অবস্থান নেন মেয়র প্রার্থী বুলবুল। সকাল আটটার দিকে নগরীর স্যাটেলাইট কেন্দ্রে ভোট প্রদানের কথা থাকলেও তিনি ভোট না দিয়ে কেন্দ্র কেন্দ্র ঘুরতে থাকেন। পরে দুপুর ১ টার দিকে তিনি নগরীর ইষলামীয়া কলেজ কেন্দ্রে গিয়ে মাটিতে বসে পড়েন তিনি। পরবর্তীতে নিজ পোলিং এজেন্টদের বের করে দেয়ার প্রতিবাদে কেন্দ্রের বাইরেই অবস্থ্না কর্মসূচি শুরু করেন তিনি।

অবস্থান কর্মসূচি চলাকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মেয়র প্রার্থী বুলবুল বলেন, যে দেশে গণতন্ত্র নেই সেখানে আমার ভোট দিয়ে কোন লাভ নেই। কারো সাথে কোন ঝামেলাও করতে আমি রাজি নই। এসময় তিনি বলেন, কোন কেন্দ্রে যাবো, কোন কেন্দ্রে গিয়ে ঠেকাবো, তাই এখানেই বসে আছি। আমি তো আর প্রশাসন বা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে লড়াই করতে পারবো না। তাই বাধ্য হয়ে চুপ-চাপ সব অনিয়ম বসে থেকে দেখছি।’তাঁর অভিযোগ ওই কেন্দ্রে মেয়র প্রার্থীর ব্যালট শেষ হয়ে গেছে। মোসাদ্দেক হোসেন প্রিসাইডিং কর্মকর্তার কাছে ব্যালটের হিসাব চেয়েছেন। তিনি বলেছেন, ব্যালটের হিসাব না পেলে তিনি সেখান থেকে যাবেন না।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন