জি নিউজ ডেস্কঃ ঝালকাঠির রাজাপুরে ইউপি সদস্য মোঃ আসলাম হোসেন লিটুর সহায়তায় অবৈধ ভাবে বালু উত্তোলন করায় ভূমি ধসের অভিযোগ পাওয়া গেছে। বুধাবার সকালে উপজেলার সদর ইউনিয়নের বারবাকপুর (হাজিরহাটখোল) বাজার সংলগ্নে খালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় উপজেলা কর্মকর্তার নির্দেশে মালামাল জব্দ সহ মেশিন অপাটার মোঃ ইমাম হোসেনকে আটক করা হয়েছে।স্থানীয়রা জানায়, স্থানীয় মৃত আঃ খালেক হাওলাদারের ছেলে বোমা মেশিন দিয়ে খাল থেকে বালু উত্তোলন করে তার নতুন বাড়িতে মেঝে ভরাট করছে। স্থানীয়রা বাধা দিলে মৃত আঃ সোবাহানের ছেলে রাসেল স্থানীয়দের উপর ক্ষিপ্ত হয়ে যায় এবং বালু উত্তোলনে ধাবা দিলে তাকে দেখে নেয়া হবে বলে হুমকি দেয়। এ ঘটনা স্থানীয় ইউপি সদস্য মোঃ আসলাম হোসেন লিটুকে জানানো হয়।ইউপি সদস্য বালু উত্তোলনের অনুমতি দিয়ে স্থানীয়দের জানান, বালু উত্তোলনের কারনে যাদি কোন ক্ষতি হয় বা সমতল ভূমিতে ধস হলেও তা ভরাট করে দিব। পরে বুধবার সারাদিন বালু উত্তোলন শেষে রাতে স্থানীয় লোকজন দেখতে পায় বালু উত্তোলন করা খালের ঐ স্থানে বিশাল এরিয়া নিয়ে ভূমি ধসে পরেছে । ঘটনাটি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে তিনি রাতেই রাজাপুর পুলিশকে ঘটনা স্থানে পাঠায়। পুলিশ গিয়ে বালু উত্তোলনের ২টি বোমা মেশিন জব্দ সহ ঘটনা স্থল থেকে মেশিন অপাটার মোঃ ইমাম হোসেনকে আটক করা হয়। বৃহস্পতিবার সকালে এ ঘটনা কারা উপজেলা প্রশাসনকে জানিয়েছে জানতে চেয়ে রাসেল স্থানীয়দের গালমন্দ করে। এতে এলাকার সাধারন জনতার মধ্যে আতংক বিরাজ করছে।এ ব্যাপারে ইউপি সদস্য মোঃ আসলাম হোসেন লিটু এর কাছে জানতে চাইলে তিনি সম্পূর্ন অভিযোগ অস্বীকার করে জানান, বালু উত্তোলনকারীরা পুকুর থেকে বালু উত্তোলনের কথা বলেছে, খাল থেকে বালু উত্তোলনের বিষয়ে আমি জানি না। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা বেগম পারুল জানান, আমি রাতেই ঘটনা স্থলে পুলিশ পাঠিয়ে ২টি মেশিন জব্দ সহ একজন মেশিন অপটাকে আটক করেছি। বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।