জে এফ মিরাজ বিশেষ প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে পল্লীবিদ্যুৎ স্পৃষ্টে শিশু শ্রমিক রাকিব হোসেন রাব্বি (১৫) নিহতের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার রাতে নিহতের মা মোসাঃ আমিরন বেগম বাদী হয়ে রাজাপুর থানায় ৩ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। মামলা নম্বর ১০।
নিহত রাব্বি উপজেলার সাতুরিয়া এলাকার মোঃ ইউনুছ খানের ছেলে ও উত্তর-পশ্চিম হাফেজিয়া তোফালিয়া দাখিল মাদ্রাসার নবম শ্রেনীর ছাত্র। মামলার এজাহার ভুক্ত আসামিরা হলো উপজেলার সাতুরিয়া ইউনিয়নের মৃত জালাল হাওলাদারের ছেলে মোঃ মিন্টু হাওলাদার (৫২), পল্লীবিদ্যুতের সাব-জোনাল অফিসের গ্রেড-১ এর লাইনম্যান মোঃ রফিকুল ইসলাম (৩১), মোঃ মনির হোসেন (৫৩)। উল্লেখ্য মঙ্গলবার উপজেলার সদরে পূর্ব রাজাপুর এলাকার সিকদার বাড়ির উত্তর পাশে তালতলা ভিটা নামক স্থানে ৬ নম্বর ফিডে ঝালকাঠি পল্লীবিদ্যুৎ অফিসের ঠিকাদার মোঃ মিন্টুর আওতায় নতুন সংযোগ স্থাপনে শ্রমিকের কাজ করতে আসেন রাব্বি। বিদ্যুতের খুটির সাথে নতুন সংযোগ দেয়ার আগে সুপার ভাইজার মনির হোসেন পল্লীবিদ্যুৎ রাজাপুর সাব জোনাল অফিসের এজিএম রাজন কুমার দাস এর কাছে মোবাইল ফোনে অনুমোদিত প্লান অনুযায়ী ঐ সঞ্চালন লাইনের সার্টডাউন চায়। এ সময় পল্লীবিদ্যুৎ রাজাপুর সাব জোনাল অফিসের ঐ কর্মকর্তা গ্রেড-১ এর লাইনম্যান রফিকুল ইসলামকে এখনি বলে দিচ্ছি বলে ফোন রাখেন। বিদ্যুতের খুটি সঞ্চালন লাইন সংলগ্নে স্থাপনের পূর্বে আবার ঠিকাদারের সুপার ভাইজার মনির হোসেন রাজাপুর সাব জোনাল অফিস রাজাপুর গ্রেড-১ এর লাইনম্যান রফিকুল ইসলামকে মোবাইল ফোনে সঞ্চালন লাইনের সার্টডাইন চাইলে লাইম্যান রফিকুল ইসলাম সার্টডাইন দিয়েছে বলিয়া নিশ্চিত করেন। এ সময় বিদ্যুতের খুটি দাড় করাতে গেলে সঞ্চালন লাইনের সাথে সংস্পর্সে আসলে দুর্ঘটনা ঘটে। পল্লীবিদ্যুতের দায়িত্বে থাকা কর্মকর্তাদের অবহেলায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে রাব্বির ঘটনা স্থলেই মৃত্যু হয়।
এ সময় রাব্বির সাথে থাকা আরো ৫ শ্রমিক বিদ্যুতের আগুনে পুড়ে আহত হয়। আহতদের উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তবরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেয় এতে আহতদের শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসক তাদেরকে বরিশাল শেবাচিমে উন্নত চিকিৎসার জন্য প্রেরন করেন।
এ ব্যাপারে রাজাপুর থানা অফিসার ইনচার্জ মোঃ জাহিদ হোসেন জানান, রাব্বি মৃত্যুর ঘটনায় তার মা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আসামি গ্রেফতার করতে অভিযান অব্যাহত আছে।