রানীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত

0
66

কাপাসিয়া (গাজীপুর) থেকে সাইদুল ইসলাম রনিঃ কাপাসিয়া উপজেলার ঐতিহ্যবাহী রানীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির কার্যকরী পরিষদের ৮ম নির্বাচন উৎসব মুখর পরিবেশে সম্পর্ন্ন হয়েছে। ২০ জুলাই সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ব্যবসায়ী সমিতির কার্যালয়ে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।

প্রধান নির্বাচন কমিশনারে দায়িত্ব পালন করেন বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ তোফাজ্জল হোসেন। প্রিজাইডিং অফিসারের দ্বায়িত্ব পালন করেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার আনোয়ার পারভেজ। সহকারী কমিশনার মোঃ সাইফুল ইসলাম, মোঃ মোশারফ হোসেন, মোঃ আতাব উদ্দিন, মোঃ ফিরোজ মিয়া, মোঃ ফজলুল হক মাস্টার, মোঃ আওলাদ হোসেন।

নির্বাচনে ২৯০ জন ভাটারের মধ্যে ২৮২ ভোট পরেছে। ২৭৫ জনের বৈধ ভোটে আগামী ৩ বছরের জন্য বাজারের উন্নয়নের লক্ষ্যে নতুন প্রতিনিধি নির্বাচন করেছেন। ৪ টি পদে সভাপতি, সাধারণ-সম্পাদক, কোষাধ্যক্ষ, নাট্য ও ক্রীড়া সম্পাদক মোট ৮জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচিতরা হলেন সভাপতি পদে মোঃ ফজলুল হক খান মাস্টার ১৭৯ ভোট পেয়ে বিজয়ী হন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ হারিছ মিয়া ৯০ ভোট পান। সাধারণ-সম্পাদক পদে মোঃ ওয়াশিম আকরাম ১৪৩ ভোট পেয়ে নির্বাচিত হন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ তাজুল ইসলাম ১২৮ ভোট পান। কোষাধ্যক্ষ পদে মোঃ মহসিন মিয়া ১৪৯ ভোট পেয়ে নির্বাচিত হন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী তোফাজ্জল হোসেন ১২৬ ভোট পান। নাট্য ও ক্রীড়া সম্পাদক পদে মোঃ নুরুল ইসলাম ১৩৫ ভোট পেয়ে নির্বাচিত হন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাহবুবুর রহমান ১২৮ ভোট পান।

এদের মধ্যে ১১ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন সহ-সভাপতি পদে মোঃ সেলিম খাঁন, মিল্টন চন্দ্র সরকার, যুগ্ম-সম্পাদক পদে শেখ মোঃ সাদেক হোসেন, সাংগঠনিক-সম্পাদক পদে মোঃ রুবেল মাহমুদ বিশাল, দপ্তর-সম্পাদক পদে মোঃ সোহেল ফকির, সমাজসেবা-সম্পাদক পদে মোঃ সারফুদ্দিন, প্রচার-সম্পাদক পদে মোঃ আরিফ হোসেন, সম্মানিত সমস্য পদে মোঃ আঃ
গাফ্ফার, সাংবাদিক মোঃ সাইদুল ইসলাম রনি মাস্টার, মোঃ ফারুক হোসেন, মোঃ লুৎফর রহমান।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন