র্যাব-৫, নাটোর রাজশাহী সিপিসি-২, নাটোর ক্যাম্পে কর্তৃক দুস্থ ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
রোববার ০৫ জানুয়ারী সকাল ৮টায় দুস্থ ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে নাটোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার (ভারপ্রাপ্ত) এএসপি এস, এম, জামিল আহমেদ নাটোর জেলার বিভিন্ন স্থান হতে আগত দুস্থ ও অসহায় শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।