লক্ষ্মীপুরে তারাবির নামাজের সময় অন্যের স্ত্রীর সাথে আপত্তিকর অবস্থায় ছাত্রলীগ নেতা আটক

0
37

লক্ষ্মীপুরে রাকিব হোসেন বিপ্লব নামের এক ছাত্রলীগ নেতাকে আপত্তিকর অবস্থায় পেয়ে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। রাকিব কমলনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বলে জানা গেছে। শনিবার রাতে সদর উপজেলার চরউভূতির চকবাজার এলাকার আবদুল জাহেরের বাড়ি থেকে তাকে আটক করা হয়।বিষয়টি ইতি মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছবি সহ ভাইরাল হয়েছে।

স্থানীয়রা ও পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে চরউভূতির চকবাজার এলাকার ব্যবসায়ী আবদুল জাহেরের স্ত্রীর সঙ্গে রাকিব হোসেন বিপ্লবের অবৈধ সর্ম্পক চলছিল। বিষয়টি জেনেও স্থানীয়রা ভয়ে প্রতিবাদ করার সাহস পায়নি। শনিবার ২৭ মে রাতে তারাবির নামাজের পরে বিষয়টি টের পেয়ে মুসল্লিরা নামাজ শেষে ওই ব্যবসায়ীর বাড়ি ঘেরাও করেন। এ সময় রাকিব ও নারীকে আপত্তিকর অবস্থায় আটক করে গণধোলাই দিয়ে তারা পুলিশে সোর্পদ করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) লোকমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, ‘রাকিব হোসেন বিপ্লব ও ওই নারীকে উদ্ধার করে শনিবার রাতেই থানায় নিয়ে আসা হয়। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

কোন মন্তব্য নেই