এম হায়দার চৌধুরী, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :: হবিগঞ্জের লাখাইয়ে জাল নোটসহ লিটন মিয়া (৩০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তার কাছ থেকে এক হাজার টাকার ১৮টি জাল নোট উদ্ধার করা হয়। মঙ্গলবার (১৮ আগস্ট)বেলা আড়াইটার দিকে উপজেলার বামৈ বাজার থেকে তাকে আটক করা হয়। আটক লিটন মিয়া সরাইল কালীশিমুল গ্রামের ফিরুজ মিয়া পুত্র।
পুলিশ সূত্রে জানা যায়, লাখাই উপজেলার বামৈবাজারের দারগ আলী ম্যানসনের একটি স্বর্ণের দোকানে ১৯ হাজার ৫ শত টাকার স্বর্ণালঙ্কার ক্রয় করে আটক লিটন মিয়া।এসময় টাকা পরিশোধ করতে গেলে টাকাগুলো জাল সন্দেহ হয় বিক্রেতার।
এক পর্যায়ে এ স্বর্ণ বিক্রেতা সাথে সাথে অন্য ব্যবসায়ীদের বিষয়টি অবগত করে থানায় খবর দেন। খবর পেয়ে তাৎক্ষনিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ১ হাজার টাকার ১৮টি জাল নোটসহ নোট চক্রের সদস্য লিটনকে আটক করে। লাখাই থানা ওসি (তদন্ত) অজয় চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করে জানান, আটক লিটন সংঘবদ্ধ জালনোট চক্রের সদস্য। তার সঙ্গে জড়িত অন্যদেরও খোঁজা হচ্ছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে।