লেখক পরিচিতিঃ
————————-
মো. শামীম মিয়া, পিতা- মরহুম তাহের মিয়া, মাতা- মোছাম্মৎ হাফেজা বেগম।তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের আওতাধীন সুহিলপুর গ্রামের মৌলভী বাড়ীতে ১২ই জুলাই ১৯৭৯ সালে জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবনে তিনি প্রিলি (মাস্টার্স) সম্পন্ন করেছেন। কর্মজীবনে তিনি গাজীপুর জেলার নাওজোড় কড্ডা জয়দেবপুর এলাকায় অবস্থিত বডি ফ্যাশন প্রাইভেট লিঃ এর কমপ্লায়েন্স অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন।কর্মসূত্রে তিনি বর্তমানে পরিবার পরিজন নিয়ে গাজীপুরে বসবাস করছেন। লেখকের প্রকাশিত কাব্যগ্রন্থ মোট সাতটি গ্রন্থ “স্বপ্নের কাব্যকথা” (একক)’১৬,
“কাব্য কাননে বসন্ত”, ” কবিতা বিলাস”১৭ (যৌথ), একুশে বইমেলা’ “কাব্যতীরর ভেলা”, “স্বপ্নিল স্বপ্নতরী” ও” আমাদের কবিতা ‘১৮, “কবি ও কবিতার বনে”১৯ সহ সারাদেশে পাওয়া যাচ্ছে। সাহিত্যে বিশেষ অবদান রাখার জন্য এই পর্যন্ত তিনি একাধিক সংগঠন থেকে মোট তেরোটি সম্মাননা অর্জন করেছেন।