শপথ নেয়া হবে জনগণের সঙ্গে প্রতারণা : মোস্তফা মহসিন মন্টু

0
37

শপথ নেয়া হবে জনগণের সঙ্গে প্রতারণা : মোস্তফা মহসিন মন্টু

জি নিউজ ডেস্কঃ গণফোরামের দুই নেতার শপথ নেয়াকে জনগণের সঙ্গে প্রতারণা বলে মন্তব্য করেছেন দলের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু।

তিনি বলেন, তারা (সুলতান মোহাম্মদ মনসুর ও মোকাব্বির খান) শপথ নেয়ার জন্য যে চিঠি দিয়েছেন দল বা জোটের সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নেননি। এখন আমরা দল ও জোটের বৈঠক করে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেবো। অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

শনিবার (২ মার্চ) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

উল্লেখ্য, একাদশ সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের শরিক গণফোরাম থেকে নির্বাচিত দুই সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ ও মোকাব্বির খান আগামী ৭ মার্চ শপথ নিতে যাচ্ছেন। সংসদ সচিবালয়ের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।শনিবার এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য স্পিকার বরাবর চিঠি দিয়েছেন তারা।একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুলতান মোহাম্মদ মনসুর মৌলভীবাজার-২ আসনে ধানের শীষ প্রতীকে নিয়ে নির্বাচিত হয়েছেন। আর মোকাব্বির খান উদীয়মান সূর্য প্রতীকে সিলেট-২ আসন থেকে নির্বাচিত হয়েছেন।

মোস্তফা মহসিন মন্টু বলেন, এ পর্যন্ত গণফোরাম ও ঐক্যফ্রন্টের সিদ্ধান্ত শপথ না নেয়ার। তারা যদি শপথ নেন তাহলে এটি হবে জনগণের সঙ্গে এক ধরণের প্রতারণা।

এদিকে, ঐক্যফ্রন্টের হয়ে নির্বাচনে বিজয়ী এ দুই প্রার্থীর বিষয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম বলেন, তারা যে সিদ্ধান্ত নিয়েছেন তা জনগণ কোনভাবেই ইতিবাচক হিসেবে নেবে না। বিএনপি, ঐক্যফ্রন্ট, বাম জোট নির্বাচন প্রত্যাখ্যান করেছে। এমনকি সরকারের কোন কোন শরিকও এই নির্বাচনের কড়া সমালোচনা করেছে। এই অবস্থায় তারা যদি ব্যক্তিগতভাবে কোন সিদ্ধান্ত নেন তাহলে এটি তাদের জন্য ভাল কিছু হবে না।

অন্যদিকে, গণফোরামের পক্ষ থেকে জানানো হয়েছে, শপথ নিলেই তাদের দল থেকে বহিষ্কার করা হবে।

সূত্রঃ জাগরন নিউজ।

কোন মন্তব্য নেই