শায়েস্তাগঞ্জের অলিপুরে প্রাণ কোম্পানিতে এক শ্রমিকের রহস্যজনক মৃত্যু

0
16

শায়েস্তাগঞ্জের অলিপুরে প্রাণ কোম্পানিতে এক শ্রমিকের রহস্যজনক মৃত্যু

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার শিল্পাঞ্চল অলিপুর প্রাণ কোম্পানি থেকে আলা উদ্দিন (৩৫) নামের এক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। ওই শ্রমিকের মৃত্যু নিয়ে রহস্য সৃষ্টি হয়েছে। তার মৃত্যুর কারণ এখন পর্যন্ত কেউ সুনির্দিষ্টভাবে বলতে পারছে না। সে মাধবপুর উপজেলার গজনগর গ্রামের জব্বার আলীর পুত্র।

জানা যায়, অলিপুরে কলোনীতে থেকে প্রায় ৫ বছর যাবত প্রাণ কোম্পানীতে শ্রমিকের কাজ করে আসছে। মৃতের ভাই জানায়, গত বৃহস্পতিবার রাতে ডিউটির জন্য প্রাণ কোম্পানীতে যায়। সকালে তার মরদেহ ওই কোম্পানীর সুপারভাইজার নিজাম উদ্দিন হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। বৃহস্পতিবার রাতে কোনো এক সময় কোম্পানীর ভেতরেই মারা যায় সে। সকালে লোকজন গিয়ে তার মরদেহ পড়ে থাকতে দেখে হাসপাতালে নিয়ে যায়। সদর থানা পুলিশ সুরতহাল করে লাশ মর্গে প্রেরন করেছে।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন