শায়েস্তাগঞ্জের অলিপুরে ছুরিকাঘাতে শ্রমিক আহত

0
1

শায়েস্তাগঞ্জের অলিপুরে ছুরিকাঘাতে শ্রমিক আহত

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি:: শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুরে আফজল মিয়া (২৫) নামে প্রাণ কোম্পানীর এক শ্রমিককে ছুরিকাঘাতে আহত করেছে একদল দুর্বৃত্ত। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে প্রাণ কোম্পানীর প্রধান ফটকে এ ঘটনা ঘটে। আহত আফজল সদর উপজেলার উচাইল চারিনাও গ্রামের হারুন মিয়ার পুত্র।
জানা যায়, ওই সময় সে বাড়ি থেকে প্রাণ কোম্পানীতে নাইট ডিউটি করার জন্য যাচ্ছিল। পথিমধ্যে একদল লোক তাকে ছুরি দিয়ে উপর্যুপুরি আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা আশংকাজনক বলে চিকিৎসক জানিয়েছে।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন