শায়েস্তাগঞ্জে অবসরপ্রাপ্ত সেনা সদস্যের বাসায় চেতনানাশক প্রয়োগ করে চুরি!
শায়েস্তাগঞ্জ প্রতিনিধি:: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভার দক্ষিণ লেঞ্জাপাড়া গ্রামে চেতনানাশক ওষুধ স্প্রে করে অবসরপ্রাপ্ত সার্জেন্ট আব্দুল আলীমের বাসায় অভিনব কায়দায় দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। শুক্রবার (২৮ জুলাই) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন আব্দুল আলীম।
তিনি বলেন, বৃহস্পতিবার দিবাগত রাতপ্রায় ১২টায় তারা খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। এরপর কোন এক সময় দুর্বৃত্তরা বাসার পিছনের জানালার গ্রিল কেটে বাসায় প্রবেশ করে চেতনানাশক স্প্রে করে। এতে আমরা অজ্ঞান হয়ে যাই। এ সুযোগে দুর্বৃত্তরা ঘরে থাকা স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরি করে নিয়ে যায়। স্থানীয় লোকজন ও স্বজনরা এসে আমাদেরকে হবিগঞ্জ আড়াইশ’ শয্যা জেলা সদর হাসপাতালে নিয়ে যান। বিষয়টি জানার পর স্থানীয় জনপ্রতিনিধি ও শায়েস্তাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলপরিদর্শন করেছেন।