শায়েস্তাগঞ্জে কনকনে ঠান্ডায় জবুথবু অবস্থা- শীতবস্ত্রের বিক্রি বেড়েছে!

0
3

শায়েস্তাগঞ্জে কনকনে ঠান্ডায় জবুথবু অবস্থা- শীতবস্ত্রের বিক্রি বেড়েছে!

এম হায়দার চৌধুরী, শায়েস্তাগঞ্জ থেকে:: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মৃদু শৈত্যপ্রবাহের প্রভাবে সূর্যের দেখা মেলেনি সারাদিন, হালকা বাতাসে কনকনে শীত অনুভূত হচ্ছে। ঘণ কুয়াশার চাদরে ঢাকা পড়েছে শায়েস্তাগঞ্জ উপজেলার বিস্তীর্ণ লোকালয়। শীতের দাপটে জবুথবু অবস্থা উপজেলার জনসাধারণের। এরমধ্যেই ক্রেতাদের ভীড় বেড়েছে শীতবস্ত্র বিক্রির দোকানগুলোতে। ব্যস্ত সময় কাটাচ্ছেন শীতবস্ত্র বিক্রেতারা। শীতবস্ত্র কেনাকাটার ধুম পড়েছে বিপণীবিতান থেকে শুরু করে ফুটপাতের দোকানগুলোতে। নামীদামী বিদেশি বাহারি কম্বলের দাপটে এতটুকু ব্যাঘাত ঘটেনি লেপ বিক্রিতে। এদিকে নিত্যনতুন শীতবস্ত্র বিক্রির পাশাপাশি দেদারসে বিক্রি হচ্ছে পুরাতন শীতবস্ত্রও। আরও একমাস আগে থেকেই ভ্যানগাড়িতে রঙিন আলোতে সাজিয়ে বিক্রি হচ্ছে শীতকালীন পোশাকআশাক। গত দুই তিন দিনের কনকনে ঠান্ডা শীত নিবারণ উপকরণের বিক্রি বাড়িয়ে দিয়েছে বহুগুণে।

শায়েস্তাগঞ্জ পৌর শহরের বিভিন্ন মার্কেট ও সড়ক সংলগ্ন অস্থায়ী ফুটপাতের দোকান ঘুরে দেখা গেছে, ক্রেতারা যার যার আর্থিক সঙ্গতি অনুযায়ী গরম কাপড় লেপ কম্বল ইত্যাদি সংগ্রহ করছেন পছন্দের দোকান থেকে। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত শিশু থেকে বৃদ্ধ, সব বয়সের ক্রেতার আনাগোনায় মুখরিত বিপণিবিতান ও অস্থায়ী দোকানগুলো।

নারী ক্রেতা নাজনীন আক্তার বলেন, নিজেদের জন্য না হলেও শিশুদের জন্য প্রতিবছর শীতের কাপড় কিনতে হয়, তাই মার্কেটে এসেছি। এবার যে হারে শীত পড়েছে, ঘুরে দেখছি যে দোকানে সুবিধাজনক হবে সেখান থেকেই নিয়ে নিব।

ফুটপাতের বিক্রেতা আব্দুল আলী বলেন, শীতের তীব্রতা বাড়ায় গরম কাপড়ের বিক্রি বেড়েছে। বিশেষ করে শিশুদের কাপড়ের চাহিদা বেশি, ব্যবসা ভালোই যাচ্ছে।

কোন মন্তব্য নেই