শায়েস্তাগঞ্জে গাঁজাসহ আটক-২

0
7

শায়েস্তাগঞ্জে গাঁজাসহ আটক ২

এমন হায়দার চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি:: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভার দাউদনগর এলাকা থেকে গাঁজাসহ দুই জনকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানিক দল। বুধবার (২৫ অক্টোবর ) সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ ভূঞার নেতৃত্বে তাদের আটক করা হয়েছে।
জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর হবিগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক রেইডিং টিম অভিযান পরিচালনা করে শায়েস্তাগঞ্জ থানাধীন দাউদনগর এলাকা হতে শায়েস্তাগঞ্জ পুরান বাজার নিবাসী আলতাফ ফকির এর ছেলে মোঃ রিয়াল ফকির (২২) ও কাজীর গাঁও নিবাসী মৃত সমুজ আলীর ছেলে ফরিদ মিয়া(৫০)কে গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্টের মাধ্যমে আসামীদেরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান পূর্বক জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

কোন মন্তব্য নেই