শায়েস্তাগঞ্জে ট্রাক চাপায় নারী শ্রমিক নিহত
এম হায়দার চৌধুরী, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি\ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর শিল্প এলাকায় মালবাহী ট্রাকের নিচে চাপা পড়ে হালেমা আক্তার (২৪) নামে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ আগস্ট) সন্ধ্যা ৭ টায় ঢাকা—সিলেট মহাসড়কের অলিপুর প্রাণ আর এফ এল গেইট সংলগ্ন দূর্ঘটনা ঘটে। নিহত হালেমা আক্তার চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের গোবরখলা গ্রামের মোস্তফা মিয়ার কন্যা।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার সময় ঢাকাগামী একটি মালবাহী ট্রাক অলিপুর আর এফ এল কোম্পানীর গেইটের সামনে এসে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ওই ট্রাকটি উল্টে গিয়ে নারী শ্রমিক হালেমা আক্তারের উপর পড়ে যায়, এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রায় ১ ঘন্টা ঢাকা—সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত ট্রাকটি ও লাশ উদ্ধার করেছে। থানা সূত্রে জানা যায়, লাশ হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।