শায়েস্তাগঞ্জে মাদক ও পুলিশ আক্রান্ত মামলার ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার

0
13

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মাদক ও পুলিশ আক্রান্ত মামলার ওয়ারেন্টভুক্ত তিন আসামীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) অভিযান পরিচালনা করে থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় এবং দুপুর বেলা আদালতে প্রেরণ করা হয়েছে।

জানা যায়, শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেব এর নেতৃত্বে, এসআই স্বপন চন্দ্র সরকার, এএসআই বিধান রায়, এএসআই মোঃ ইমাম হোসেন ও সঙ্গীয় পুলিশ সদস্য কামাল মিয়া, আরাফাত হোসেনসহ অভিযান পরিচালনা করে থানা এলাকা থেকে ওয়ারেন্টভুক্ত তিন আসামীকে গ্রেফতার করা হয়েছে।

এসময়, উপজেলার লাদিয়া গ্রামের তারা মিয়ার পুত্র মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আলমগীর হোসেন, ও আবু মিয়া, পুলিশ আক্রান্ত মামলার ওয়ারেন্টভুক্ত আসামী চানপুর গ্রামের মৃত আনছব আলীর পুত্র শিপন মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।

শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি অজয় চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামীকে বিচারার্থে আদালতে প্রেরণ করা হয়েছে।

কোন মন্তব্য নেই